
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের একটি কমিয়ে তিনটি করার প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
৩ আগস্ট, রবিবার সকালে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, রামপালের ফয়লা এবং মোরেলগঞ্জে বিভিন্ন মহাসড়কে অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খুলনা-বরিশাল ও মোংলা-খুলনা মহাসড়কের যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
আসন পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি ও জামায়াত নেতারা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে ডিসি অফিসের সামনেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এতে সাবেক সিনিয়র সচিব ড. শেখ ফরিদুল ইসলাম বাবলু, মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহŸায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম প্রমূখ বক্তব্য দেন।
বক্তারা, সংসদীয় আসন পুনর্বহাল না হলে ৫ আগস্ট থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]