
বরগুনা পৌরশহরে একটি দোকানে ঢুকে সমন্বয়ক পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) রাতে পৌরশহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা জানান, শনিবার রাতে এক নারী পথচারীর ধাক্কায় বস্ত্র ব্যবসায়ী জসিমের শিশু সন্তান পড়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ব্যবসায়ী সমিতি সমাধানের জন্য দুইপক্ষকে ডাকা হয়। পরে সেখানে ওই পথচারীর ছেলে সিনহা রহমান সমন্বয়ক পরিচয়ে লোকজন নিয়ে উপস্থিত হন। একপর্যায়ে ব্যবসায়ী জসিমের হামলা চালান তিনি।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম বলেন, বাচ্চাকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলাম। এ সময় এক নারী আমার বাচ্চাটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় ওই নারী আমাকে কোনো প্রকার সহানুভূতি না দেখিয়ে উল্টো বলেন দেখে হাঁটতে পারেন না। বিষয়টি নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডার পর যে যার মত চলে যাই। পরে ওই নারী তার সমন্বয়ক দাবি করা ছেলেকে জানালে বিষয়টির মীমাংসা করতে আমাকে ডাকেন বস্ত্র ব্যবসয়ী সমিতির নেতারা। এরপর সেখানে উপস্থিত হলে সবার সামনেই আমাকে মারধর করা হয়। আমি এ ঘটনা বিচার চাই।
বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বলেন, জসিমের সঙ্গে এক নারী পথচারীর বাগবিতণ্ডার ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষের বক্তব্য শোনার একপর্যায়ে ওই নারীর ছেলে ও সঙ্গে আরেকজন দোকানে উঠে জসিমকে মারধর শুরু করে। এ সময় আমরা যারা উপস্থিত ছিলাম সবাই মিলে তাদেরকে থামাতে এবং দোকান লুটের হাত থেকে রেহাই পেয়েছি। এ ঘটনার পরপরই আমরা ব্যবসায়ীরা সব দোকান বন্ধ করে দিয়েছি। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ঘটনায় উপযুক্ত বিচার না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে অভিযোগের বিষয়ে সিনহা রহমানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কারো কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]