
পিরোজপুরের ইন্দুরকানীতে রোপণ, যত্ন ও পরিচর্যা ছাড়াই বাগানে জন্ম নেয়া বিলাতি গাব ফল নামে পরিচিত। এটি একটি মৌসুমি ফল । ফলটি খুবই সুস্বাদু। এই ফলটি দক্ষিন অঞ্চলে চাহিদা থাকলে বর্তমানে ফলটি খুবই চাহিদা রয়েছে বিভিন্ন শহর এবং উত্তর অঞ্চলে। বিলাতি গাব শহরাঞ্চলে চাহিদা থাকায় গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করছেন লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী প্রতি কুড়ি (২০টি) বিলাতি গাব আকারভেদে ৮০ থেকে ১০০ টাকায় ক্রয় করে তারা। এরপর প্যাকেটজাত করে যাত্রীবাহী পরিবহনে পৌঁছে দেন দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকা, চট্টগ্রাম, ফেনি ও কুমিল্লা শহরে এই সুস্বাধু ফলটি পাওয়া হয়।
ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের বিলাতি গাব ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, আমি এই মৌসুমে বিলাতি গাবের ব্যবসা করি। বাকি মৌসুমে অন্যান্য কাজ করি। আমার সঙ্গে আরও ১০-১২ জন কর্মচারী হিসেবে কাজ করেন। তারা সবাই গ্রাম থেকে বিলাতি গাব সংগ্রহ করে প্যাকেট সহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন এবং তাদের প্রতিদিন বেতন হিসেবে ৮০০ টাকা করে দিতে হয়।
তিনি আরো জানান, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী সহ দেশের বড় শহরে যাত্রীবাহী পরিবহনে ওইসব শহরের আড়ৎদারদের কাছে পৌঁছে দেওয়া হয়। তারা কেজি হিসেবে বিক্রি করে পাওনা টাকা পাঠিয়ে দেন। আষাঢ় ও শ্রাবণ মাসে এ ব্যবসা চলে। আমার প্রতি মাসে লাভ হয় প্রায় এক লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মত।
বালিপাড়া গ্রামের রহিম হাং ও হুমাউয়ন জানান, বিলাতি গাব গাছের জন্য বীজ বপন, চারা রোপণ বা কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। গাব গাছ থেকে ফল নিচে পড়ে, পাখির খাবারের জোগানের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। প্রাকৃতিকভাবেই এ গাছের জন্ম হয়। বিলাতি গাব সুস্বাদু এবং কেমিক্যালমুক্ত হওয়ায় এর চাহিদাও অনেক। বর্তমানে অতিথি আপ্যায়নেও শোভা পাচ্ছে এ লোভনীয় ফল। পুষ্টিগুণ সম্পন্ন ভেজাল ও ফরমালিনমুক্ত এ গাব সবাই পছন্দ করেন।
ইন্দুরকানী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ অঞ্চলের মাটি বেশ উর্বর। তাই সব ফলের পাশাপাশি গাব ফলেরও ফলন বেশি। তাছাড়া প্রতি বছরই এ অঞ্চলে গাবের বাম্পার ফলন হচ্ছে। এ গাব স্থানীয় চাহিদা মিটিয়ে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে সরবরাহ হচ্ছে।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]