রাজশাহী মোহনপুরে বাংলা মদ উদ্ধার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৩০
রাজশাহী মোহনপুরে বাংলা মদ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলা মদ (চুয়ানী) উদ্ধার করে গ্রামবাসী ও থানা পুলিশ।


শুক্রবার (৩ অক্টোবর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ড মাদক মুক্ত রাখতে হলিদাগাছি গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ীর জেকের আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।


এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হলিদাগাছি গ্রামের জেকের আলী তার নিজ বাড়িতে এ মদ তৈরি করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যেত। মাঝে মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সে জেল থেকে ফিরে আবার বাংলা মদ তৈরি করতে থাকতো। তাই এলাকাবাসিরা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে এ অভিযান চালিয়ে মাদক তৈরির সরঞ্জামসহ বাংলা মদ উদ্ধার করে।


এবিষয়ে মোহনপুর থানার এসআই নুরুল হক বলেন, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গিয়ে ২০ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জেকের আলী পালিয়ে যায়। এ ঘটনায় মোহনপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হবে।


তিনি আরো বলেন, জেকের আলী থানা ও জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২২ টি ও তার স্ত্রী রাবিয়ার বিরুদ্ধে ৭ টি মাদক মামলা রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com