
ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক পথসভা হয়েছে শেরপুরে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র রঘুনাথবাজার এলাকার টাউন হল মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ পথসভাটি অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার কমিশনার ও শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জ. ম. রেজাউল করীম ও শরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু। পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা রোভারের সহকারী কমিশনার তপন সারোয়ার, ডা. সেকান্দর আলী কলেজের শিক্ষক ও আরএসএল মো. মনসুর আলী, সরকারী মহিলা কলেজের প্রভাষক ও আরএসএল রোমানা জাহান, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা, জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এডিস মশা নিয়ন্ত্রণ, বাড়ির আশপাশের ঝোপঝাড়-আঙ্গিনা পরিষ্কার, খোসা, টায়ার, বাগানের টবে জমে থাকা পানি নিয়মিত পাল্টানোর পদক্ষেপ নিতে হবে। করোনা থেকে রক্ষা পেতে জনসমাগম এড়িয়ে চলা, বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক পড়া, হাঁচি-কাশির সময় বাহু-টিস্যু-কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার বার্তা প্রদান করা হয়।
জেলা রোভার স্কাউট ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে এবং পথসভায় জনউদ্যোগ কমিটি, জেলা রোভার সদস্য সহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]