
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই- আজম বলেছেন, ফেনীর বন্যা সমাস্যার সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। মুহুরী ও সিলোনিয়া নদীর ভাঙন এলাকা পরিদর্শন করে আমি যে দেখতে পেয়েছি তা পানি সম্পদ উপদেষ্টা এবং মন্ত্রণালয়কে জানাবো।
১২ জুলাই, শনিবার দুপুরে ফুলগাজীর আলী আজম উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন সার্ভে করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে জানাবে, দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।
এর আগে, সকালে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে বন্যাকবলিত এলাকা, সিলোনিয়া, কহুয়া ও মুহুরী নদীর ভাঙন, বাঁধের ভাঙন পরিদর্শন করেন তিনি। এসময় স্থানীয় প্রশাসন ও বন্যার্তদের সাথে দুর্ভোগের বিষয়ে কথা বলেন। সরকারের গৃহিত পদক্ষেপ গুলোর ব্যপারে অবহিত করেন।
পরিদর্শনকালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফুলগাজীর ইউএনও ফাহরিয়া ইসলাম, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও ভারতের উজানের পানিতে প্লাবিত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদরের আংশিক। বন্যায় অন্তত শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এরমধ্যে অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]