
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এক ডোবা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করে স্হানীয় লোকজন। শুক্রবার (৪ জুলাই) সকালে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, ডোবা থেকে শাপলা ফুল তোলার কথা বলে বের হয়ে যায়। গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে থেকে নিখোঁজ ছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
নিহতরা হলো- ওই এলাকার আক্কাস মিয়ার ছেলে মো. হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)। তারা প্রায়ই ডোবা থেকে শাপলা ফুল তুলতে যেত।
মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। গতকাল বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়ে যায়।
সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দুইজনের মরদেহ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ ডোবা থেকে তুলে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]