
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’-এ স্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার ৭টি উপজেলার বিভিন্ন পাড়া ও প্রতিষ্ঠানিক পর্যায়ে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারী সংস্থা ইউএনডিপি।
‘বৃক্ষ রোপন অভিযান’-২০২৫ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলার লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ার লোকজনের মাঝে ১ হাজার ৮০০ ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সংস্থার ‘জীববৈচিত্র সংরক্ষণ জলবায়ু অভিযোজন ও নারী কিশোরী শিক্ষা প্রকল্পে’র উদ্যোগে উপজেলার গজালিয়া ইউনিয়নের শেকিনাহ্ উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ উদ্বোধন করেন, ইউএনডিপি’র বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা।
এ চারা বিতরণে সহযোগিতা করে ইআরআরডি-সিএইচটি, ইউএনপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
গ্লোবাল কানাডা এ্যাফেয়ারস’র অর্থায়নে এ চারা বিতরণে বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বনাথ দে, ইউএনডিপি’র প্রতিনিধি মো. সেলিম উদ্দিন, প্রকল্পের জেলা কর্মকর্তা রামবাদু ত্রিপুরা, করোলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা মোহাম্মদ নিশান, প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলেটেটর মো. শামীম মিয়া ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় একইভাবে বিভিন্ন পাড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় বলে জানান, প্রকল্পের জেলা কর্মকর্তা রামবাদু ত্রিপুরা।
তিনি বলেন, পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতেও গাছের চারা বিতরণ করা হবে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]