মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ নড়াইলে গ্রেফতার ৫
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০০:২৬
মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ নড়াইলে গ্রেফতার ৫
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে সেনাবাহিনী অভিযান চালিয়ে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনি ডাকাত সহ ৫জন কে গ্রেফতার করেছে। সোমবার (৯ জুন) দুপুর থেকে বিকাল সাড়ে ৩টা পষৃন্ত নড়াইল আধুনিক সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প।


গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার রেরইল পলিতা গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনি ডাকাত,একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ, কিরাম মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয়,বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন ও নুরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাগুরা থেকে মনির ডাকাত ও তার সহযোগীরা নড়াইল সদর এলাকায় প্রবেশ করলে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। দুপুর থেকে বিকাল সাড়ে ৩টা পর্ষন্ত সেনাবাহিনী সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৫জন কে গ্রেফতার করে। মনির ডাকাতের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়।মনির ডাকাতের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ অন্তত দেড় ডজন স্পর্শকাতর মামলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হলেও সে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকলে ও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।


নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান,মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মনিরসহ ৫জন কে সেনাবাহিনী আমাদের কাছে হন্তান্তর করেছে। তবে মাগুরা জেলা পুলিশ কে অবহিত করা হয়েছে এবং তারা অভিযুক্তদের নিতে রওনা দিয়েছে।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com