
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলে এক প্রবাসীর বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে ) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ওই বাড়ির হাসনা বেগম জানান, সন্ধ্যার পর তিনি তিনতলা থেকে ২য় তলায় নেমে দেখেন এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে। আমি নাতি ভেবে ডাক দেই। এ সময় ছেলেটি একটা ব্যাগ নিয়ে দৌড়ে চলে গেলে সন্দেহ হয়। পরে দেখি দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুক থেকে স্বর্ণালংকার নিয়ে গেছে চোর।
তিনি বলেন, 'আমার পাঁচ ছেলের মধ্যে চার ছেলেই প্রবাসে থাকে। এরমধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে থাকে। আমাদের এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় আমরা বসবাস করি। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। ২য় তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী আমার বড় ছেলের পরিবার থাকেন। এর পাশের ফ্ল্যাটে আমার ছোট ছেলের পরিবার থাকেন। সন্ধ্যায় আমার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাট তালা দিয়ে তার বাবার বাড়িতে যান। আমার স্বামী দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গেছেন। আমি ঘটনার সময় ৩য় তলায় আরেক ছেলের ফ্ল্যাটে ছিলাম। সন্ধ্যার পর আমি ২য় তলায় নেমে চুরির ঘটনা দেখতে পাই। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।'
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]