
কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি ও বেধড়ক মারপিট করে ব্যবসায়ী এক যুবকের লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার বিকাল ৫টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় টলটলি পাড়া এলাকায় মো. আশিকুর রহমান (২০) নামে ওই যুবককে মারপিট করে তার কাছে থাকা ১ লক্ষ ১১ হাজার টাকা একদল সশস্ত্র ছিনতাইকারী ছিনতাই করে নেয় বলে অভিযোগ করা হয়।
আশিকুর রহমান উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় স্কুলপাড়া গ্রামের মো. মামুন অর রশিদের ছেলে এবং তার ঔষধের ব্যবসা রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আশিকুর রহমানের বাবা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঔষধ ব্যবসায়ী আশিকুর রহমান ওইদিন বিকালে মোটরসাইকেল যোগে ব্যবসার ঔষধ কেনার জন্য আল্লারদর্গা বাজারে যাচ্ছিলেন। এসময় গাছেরদিয়াড় টলটলিপাড়া এলাকায় পৌঁছালে সোনাইকুন্ডি বাজারপাড়া গ্রামের মো. মনিরুল (৪৫), মো. সুমন (৩৬), মো. সেকু (৩০) সহ আরো ২/৩ জন তার পথরোধ করে। এসময় তারা আশিকুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববতী সোনাইকুন্ডি পার্কের ভেতর নিয়ে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে আশিকুর রহমান জ্ঞান হারালে ছিনতাইকারীরা তাকে মৃত ভেবে তার কাছে থাকা নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে স্থানীয় লোকজন আশিকুর রহমানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছিনতাইয়ের ঘটনায় আশিকুর রহমানের বাবা মো. মামুন অর রশিদ বাদী দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ছিনতাইয়ের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]