'গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়'
প্রকাশ : ১৭ মে ২০২৫, ২৩:২৪
'গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়'
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস হয়েছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয়েছে, সংবিধান থেকে বাদ দেয়া হয়েছে।


১৭ মে, শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


এসময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন এই কেয়ারটেকার সরকারের রূপকার। খেলাধুলা হলে যে দলের রেফারি হবে সেই খেলা সুষ্ঠু হবে না। দলীয় নির্বাচন চলে না। এজন্য কেয়ারটেকার সরকারকে দিয়েই নির্বাচন দেয়া দরকার। সবাই মেনে নিল এমনকি এই ফ্যাসিস্ট সরকারও তখন মেনে নিয়েছিল। নেয়ার পরে দেখল যে এখন যদি আমাদের গণতান্ত্রিক মাধ্যেমে চলে যেতে হয় তাহলে তো এটা বাদ দিতে হবে। দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।


তিনি আরো বলেন, তাহলে নিরপেক্ষ নির্বাচনকে হত্যা করা হলো কখন যেদিন কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে বিদায় করে দেয়া হলো। একটা কথা আছে যে ছাদের উপরে উঠতে আপনার সিড়ি লাগে তাইনা। তো তারা সিঁড়ি দিয়ে উঠলো বটে সেই ছাদে কিন্তু নামার জন্য অন্য আর কাউকে ছাদে উঠতে দেয়া হবে না। সিঁড়িটা ভেঙ্গে ফেললো। যাতে নামতে না হয়। এখন বলেন চিরদিন কি ক্ষমতায় থাকা যাবে। বরং নামতে হবে সিঁড়ি ভেঙ্গে গেলেও।


ওয়ার্ড ও ইউনিট সভাপতি সম্মেলনে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন।


সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতি সহ জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের আট'শ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে বিকেল সাড়ে চারটায় সম্মেলন শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আন্দোলন বিষয়ে আলোচনা করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com