
ফেনীর ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামের রহিমা আক্তার ওরফে নানির পতিতালয় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের শান্তির বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উত্তর কুহুমা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি আমান উল্যাহ'র সভাপতিত্বে এবং ছাত্র প্রতিনিধি তানভীর মজুমদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ হোসাইন, উত্তর কুহুমা ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আহাম্মদ করিম জাহাঙ্গীর।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্তত ৩০ বছর ধরে উত্তর কুহুমা গ্রামের ইউসুফের স্ত্রী রহিমা আক্তার নিজ বাড়িকে পতিতা পল্লি বানিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার কারণে পুরো এলাকা কলঙ্কিত হয়ে পড়েছে।
পতিতা খদ্দরসহ তাকে কয়েকবার গ্রামবাসী আটক করে পুলিশে দিলেও সে সহজে ছাড়া পায়। উল্টো হেনস্তার শিকার হন।
প্রশাসনের সহযোগিতায় এমন অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, রহিমা আক্তারের পতিতালয় বন্ধ না হলে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তারা দ্রুত পতিতালয় বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান।
মুঠোফোন বন্ধ হওয়ায় রহিমা আক্তারের বক্তব্য পাওয়া যায় নি।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]