বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, বিসিবির প্রত্যাখ্যান
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, বিসিবির প্রত্যাখ্যান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে যাবে না।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ জানায়। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে যাবে না। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বোর্ড। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভার বিষয়বস্তু নিশ্চিত করেছে বিসিবি।


সভায় আইসিসির পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন লজিস্টিক কারণে বেশ জটিল। তাই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি।


তবে বিসিবি তাদের অবস্থানে অনড়। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে ভারতের বাইরেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জোর দাবি জানানো হয়।


বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব আইসিসিকে পুনরায় দিয়েছে বিসিবি। বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।


ভিডিও কনফারেন্সে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com