
শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের ব্যর্থতা ভোগাচ্ছিল বার্সেলোনাকে। উল্টো গোলরক্ষকের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ার পর পয়েন্ট হারানোর শঙ্কাও জেগেছিল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। রিয়াল ওবেইদোকে ৩-১ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে বার্সা।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচটি শিরোপাধারীরা জিতেছে ৩-১ গোলে। মাঝমাঠের কাছাকাছি থেকে আলবের্তো রেইনার দৃষ্টিনন্দন গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া। এরপর বদলি নেমে রবার্তো লেভানদোভস্কি দলকে এগিয়ে নেয়ার পর শেষ দিকে গোল করেন রোনাল্ড আরাউহো।
ম্যাচের শুরুতেই বার্সেলোনার আক্রমণাত্মক মনোভাব দেখা গেলেও গোল আসছিল না। ম্যাচের ৩২তম মিনিটে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার চরম ভুলে এগিয়ে যায় ওবেইদো। বক্সের অনেকটা বাইরে এসে বল ক্লিয়ারের চেষ্টায় তিনি প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা।
বিরতির পর ৫৬তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। আরাউহোর পাস থেকে এরিক গার্সিয়া গোলে বল পাঠান। ৬৫তম মিনিটে রাফিনহাকে তুলে লেভানদোভস্কিকে মাঠে নামান বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ৭০তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে জয় নিশ্চিত করেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোলটি করেন তিনি।
পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে বার্সেলোনা গোলের জন্য মোট ২২টি শট নেয়। ৬ রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]