৬ অক্টোবর বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫
৬ অক্টোবর বিসিবি নির্বাচন, তফসিল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন এবং পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি, সহসভাপতি নির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। রোববার বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


তফসিল অনুযায়ী, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনীত কাউন্সিলররা ভোট দেবেন। এরপর ভোট গণণা হবে। সন্ধ্যা ৬টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।


পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন একইদিন রাত সাড়ে সাতটায়। রাত ন’টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হবে।


বিসিবি সোমবার রাত সাতটায় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে খসড়া ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। বিসিবির ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।


২৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে। ২৪ সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি হবে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করবে বিসিবি। ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে।


২৯ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করে তালিকা প্রকাশ করবে। ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com