এশিয়া কাপ
টাইগারদের সামনে আজ বাঁচা-মরার লড়াই
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০২
টাইগারদের সামনে আজ বাঁচা-মরার লড়াই
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সেই জয়ও সুপার ফোরের নিশ্চয়তা দিতে পারছে না হংকংয়ের বিপক্ষে বড় জয় হাতছাড়া করায়। আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বড় ব্যবধানে হারিয়েছিল হংকংকে। শ্রীলঙ্কার বিপক্ষে হারে নিট রানরেটে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগাররা তাই জীবন-মরণের সন্ধিক্ষণে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই 'ডু অর ডাই' ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।


এশিয়া কাপের আগে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হোসেন তামিম ও পারভেজ হোসেন ইমন চার-ছক্কার ফুলঝুরি ছোটালেও বড় মঞ্চে এসে ব্যর্থ হচ্ছেন। হংকংয়ের বিপক্ষে ২৪ রানের জুটি গড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে দুজনই ফিরেছেন রানের খাতা খোলার আগেই। সব মিলিয়ে সর্বশেষ ১১ ইনিংসেই উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরোতে পারেনি বাংলাদেশ। তবে, এরপরও আরও একবার এই দুজনের ওপরেই হয়ত ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট।


চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার লিটন দাস। এশিয়া কাপেও ছন্দে আছেন। অধিনায়ক লিটন এই ম্যাচেও তিনেই খেলবেন। তবে পরিবর্তন আসতে পারে চার নম্বরে।


একেবারেই ছন্দহীন তাওহীদ হৃদয়। সবশেষ ১৪ ম্যাচে একবারও পঞ্চাশের ঘরে পৌঁছতে পারেননি। হংকংয়ের বিপক্ষেও রানের জন্য সংগ্রাম করতে হয়েছে তাকে। ম্যাচে বাংলাদেশের জয় বিলম্বিত হওয়ার দায় অনেকটাই হৃদয়ের। তার জায়গায় আজ তাই সাইফ হাসানকে খেলাতে পারে বাংলাদেশ।


এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে হৃদয়ের জায়গায় নেমে ৩৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন সাইফ। তবে, ম্যাচের গুরুত্ব ও সামর্থের বিচারে শেষ পর্যন্ত একাদশে টিকেও যেতে পারেন হৃদয়।


একাদশে জায়গা নিশ্চিত শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলীর। শ্রীলঙ্কার বিপক্ষে বিপর্যয়ের মুহূর্তে ৮৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছিল এই জুটি। বল হাতেই টুকটাক অবদান রাখতে পারেন শামীম।


সাতে স্পিনিং অলরাউন্ডার হিসেবে থাকছেন শেখ মেহেদী হাসান। পরিবর্তন আসতে পারে দলের দ্বিতীয় স্পিনারের ভূমিকায়। ছন্দ হারিয়েছেন রিশাদ হোসেন। সবশেষ ৬ ইনিংসের ৪টিতেই থেকেছেন উইকেটশূন্য। তার জায়গায় আসতে পারেন শেষ ২ ম্যাচে ৫ উইকেট শিকার করা নাসুম আহমেদ। রিশাদের মতো এই বাঁহাতিও ব্যাটিং পারেন।


শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদের আজ একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শরীফুল ইসলাম। বাকি দুই পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবের খেলার সম্ভাবনাই বেশি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com