
নেপালে বিক্ষোভের কারণে নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল হয়েছে। গতকাল (৮ সেপ্টেম্বর) ম্যাচ বাতিলের কথা জানায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েসন (আনফা)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি খেলে আগামীকালই দেশে ফিরে আসত জামাল ভুঁইয়ার দল। কিন্তু ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় একদিন আগেই দেশে ফিরছে বাংলাদেশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই কথা। আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন জামাল-মোরসালিনরা।
নেপালে বেশ কিছুদিন থেকেই রাজতন্ত্র ফিরিয়ে আনাসহ বেশকিছু দাবিতে আন্দোলন চলছিল। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে অবস্থার আরও অবনতি হয়। যার প্রেক্ষিতে গতকাল অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ। এরপর আনফা ম্যাচ বাতিলের সিদ্ধান্তের কথা জানায়।
দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গেছে বাংলাদেশ দল। গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে জামালরা। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। তবে আন্দোলন জোরালো হওয়ায় এক ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে তাদের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]