
লিগ কাপের ফাইনালে সেটেল সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালকের মুখে থুতু দেন ইন্টার মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ওই ঘটনায় শৃঙ্খলা কমিটি উরুগুয়ের সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে।
সুয়ারেজের ওই থুতু দেওয়ার ঘটনায় দুই দলের খেলোয়াড়রা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। যে কারণে ইন্টার মায়ামির সার্জিও বুসটেকস দুই ম্যাচ ও টমাস আভিলেস তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। সাউন্ডার্সের কোচ স্টিফেন লেনহার্ট পাঁচ ম্যাচ ডাগ আউটে দাঁড়ানোর সুযোগ হারিয়েছেন।
তাদের এই সাজা দিয়েছে লিগ কাপের শৃঙ্খলা কমিটি। যে কারণে সুয়ারেজরা কেবল লিগ কাপে নিষিদ্ধ থাকবেন। মেজর লিগ সকারে খেলতে বাধা নেই তাদের। তবে লিগ কমিটি বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হবে তাদের। যদিও জরিমানার অর্থ খোলাসা করা হয়নি।
মজার বিষয় হচ্ছে, সুয়ারেজ ও বুসকেটসের চুক্তি চলতি মেজর লিগের মৌসুম শেষে শেষ হয়ে যাবে। গুঞ্জন আছে, ইন্টার মায়ামি তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। মৌসুম শেষে তার দু’জন অবসর নিতে পারেন বলেও দাবি করেছে কিছু সংবাদ মাধ্যম। যার অর্থ লিগ কাপের নিষেধাজ্ঞা তাদের নাও কাটাতে হতে পারে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]