ইপসউইচের জালে অর্ধডজন গোল, উড়ছে ম্যানচেস্টার সিটি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:১২
ইপসউইচের জালে অর্ধডজন গোল, উড়ছে ম্যানচেস্টার সিটি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত সপ্তাহে এফএ কাপে স্যালফোর্ড সিটিকে ৮-০ গোলে হারানোর পর আবারও গোল উৎসবে উড়ছে ম্যানচেস্টার সিটি। এবার ইপসউইচ টাউনকে তাদেরই মাঠে ৬-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এবারের লিগে দুই দলের প্রথম দেখাতেও ৪-১ গোলে জিতেছিল সিটি।


খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এছাড়া দলের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেছেন ফিল ফোডেন। দুটি গোলই তিনি করেছেন প্রথমার্ধে। একটি গোল করেছেন মাতেও কোভাচিচ। এরপর দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হল্যান্ড ও জেমস ম্যাকাটি জালের দেখা পেয়েছেন। আর তাতেই ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।


এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।


এ দিন শুরুতে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় সিটি। ২৭তম মিনিটে বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুইনের পাস থেকে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ তারকা।


তার ঠিক ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়াট মিডফিল্ডার কোভাসিচ। ফোডেনের পাস ডি-বক্সের মুখে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান এই ক্রোয়াট মিডফিল্ডার। ৪২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফিল ফোডেন। কেভিন ডি ব্রুইনের কাটব্যাক বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে ব্যবধান ৩-০ করেন ফোডেন।


দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় সিটি। ৪৯তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দারুণ এক শট নেন জেরেমি ডোকু। ম্যাচের ৫৭তম মিনিটে গোলের দেখা পান আর্লিং হল্যান্ড। প্রতিপক্ষের ভুল পাস ধরে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে ডান দিকে পাস বাড়ান ডোকু, আর দারুণ প্লেসিং শটে বল জালে জড়ান হল্যান্ড।


৬৩তম মিনিটে ডি ব্রুইনেকে বসিয়ে ম্যাকাটিকে মাঠে নামান কোচ। আর মাঠে নামার ৬ মিনিটের মধ্যেই গোলের দেখা পান এই ইংলিশ ফুটবলার। কোভাসিচের থ্রু বল হেডে জালে জড়ান ইংলিশ এই মিডফিল্ডার।


অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটন। আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। আর ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com