শিরোনাম
ঈদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে
প্রকাশ : ১৩ মে ২০২১, ২০:৫৬
ঈদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে
মাহবুবউল আলম হানিফ
প্রিন্ট অ-অ+

ঈদ মোবারক! ঈদ মোবারক!!!


দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর সারাবিশ্বের সকল মুসলমানদের কাছে অপার আনন্দের এক উৎসব। ঈদ কেবল মুসলিম সম্প্রদায়ের কাছেই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির কাছেই আনন্দের বার্তা নিয়ে আসে। যদিও কোভিডের সংক্রমণ যেকোনো সময়ের ঈদের আনন্দ থেকে কিছুটা পার্থক্য তৈরি করে দিয়েছে।


করোনা প্রাদুর্ভাবের কারণে নিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছিলো, যে যেখানে অবস্থান করছেন, সেখানে থেকেই ঈদ উদযাপনের জন্য। কিন্তু বাড়ি যাওয়ার জন্য মানুষ প্রাণান্ত। মানুষের এই আবেগ অনুভূতি আমরা অনুধাবন করি।


ঈদের দিনটি সকলেই তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের সাথে কাটাতে চান। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে অবশ্যই যথেষ্ট সতর্ক হতে হবে। এটি শুধু নিজের জন্য নয়, পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীদেরকেও ঝুঁকিতে ফেলে। কাজেই সকলকে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।


ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।


লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com