ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না: সাখাওয়াত হোসেন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:২০
ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না: সাখাওয়াত হোসেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যারা শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদের রাজা-বাদশা মনে না করেন। আপনি যদি হ্যাঁ ভোট না দেন, আমরা মনে করি আপনি একটি সেঞ্চুরি মিস করবেন।’


বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের আয়োজনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সঙ্গে। এখন রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই। যদি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো, তাহলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না।’


ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা হচ্ছে সুন্দর একটি নির্বাচন। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক। আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই।’


তিনি বলেন, ‘নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। কোনো রাজনৈতিক দল যদি প্রকাশ্যে না ভোটের পক্ষে বলে থাকে এটার বিবেচনা করবেন ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি?’


তিনি আরও বলেন, ‘আপনি যদি হ্যাঁ ভোট না দেন আমরা মনে করি একটি সেঞ্চুরি মিস করা। আমরা চাই না হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটুক। ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চাইবে তারা না ভোটের পক্ষে থাকবে। দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে হ্যাঁ ভোট দেয়ার মালিক জনগণ কোন দল কি বলল সেটা নয়।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com