
ঢাকা জেলা রিটানিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছি৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহযোগিততামূলক আচরণ করছেন।
বুধবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শরফ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনি বিধিমালা মেনে চলার প্রতিশ্রুতি জানিয়েছেন সংসদ সদসদ্য প্রার্থীরা৷ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন শুরু হবে।
আইনশৃঙ্খলা নিয়ে কোনও শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ দেয়া হয়েছিল। সে জবাবদিহি করেছে৷ তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশন দেখবে৷ তার বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ আসেনি৷ প্রার্থীদের অনেক অভিযোগই রাজনৈতিক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]