জাতীয়
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চার স্তরের নিরাপত্তা
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চার স্তরের নিরাপত্তা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাত পোহালেই১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিন জাতির বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে। গণপূর্ত অধিদপ্তর এ উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে।


গত ৬ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হয়েছে স্মৃতিসৌধের ধোয়া মোছা ও রংয়ের কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ, লাইটিং সিসি ক্যামেরা স্থাপনসহ বর্ণিল আয়োজনে প্রস্তুতি কাজ শেষ হয়েছে। এখন বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সম্পূর্ণরূপে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।


গণপূর্ত বিভাগ দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধকে বর্ণিল সাজে সাজানোর জন্য নানা আয়োজনে শেষ হয়েছে প্রস্তুতি কাজ।


বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকাজুড়েবসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।


গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান,রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলির সদস্যগণ কূটনৈতিক কোরের ডিনছাড়াও, মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নানা গঠন, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলসহ সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতসৌধে। তাই স্মৃতিসৌধ সাজানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন শুধু জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের শ্রদ্ধা জানানোর অপেক্ষা।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com