দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প, কাঁপল ভারত-মিয়ানমারও
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯
দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প, কাঁপল ভারত-মিয়ানমারও
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কাঁপল বাংলাদেশের সিলেট অঞ্চল। সেইসঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত-মিয়ানমারেও। ভূমিকম্পটির উৎপত্তি ছিল বঙ্গোপসাগরে।


বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।


ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।


এছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।


এদিকে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।


অন্যদিকে, ভারতের মণিপুর রাজ্যের উখরুলে রাত ৪টা ১১ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com