
ঘূর্ণিঝড় মোন্থা বিদায় হতে না হতেই বঙ্গোপসাগরে আবারো লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়ার অধিদফতরের দেওয়া এক বার্তায় বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলের কাছে লঘুচাপটি আছে। লঘুচাপ বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে আসতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।
লঘুচাপটির গতিপথ চট্টগ্রাম উপকূলের দিকে হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
লঘুচাপের প্রভাবে বুধ বা বৃহস্পতিবার রাজধানীতে সামান্য বৃষ্টি হতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]