বিশ্ব শিশু দিবস আজ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪১
বিশ্ব শিশু দিবস আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপন করা হয় বিশ্ব শিশু দিবস। শিশুদের প্রতি ভালোবাসা, নিরাপত্তা ও শিক্ষার বার্তা তুলে ধরতে দেশে দিবসটি আজ নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে।


প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার দেশে বিশ্ব শিশু দিবস উদ্‌যাপন করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি নানা আয়োজনে দিবসটি উদ্‌যাপন করে থাকে।


দিবসটিকে ঘিরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’।


দিবসটিতে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।


এ লক্ষ্যে এবার ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত উদ্‌যাপন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ। দিবসটি মনে করিয়ে দেয়, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের খেয়াল রাখতে হবে শিশুরা যেন তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়।


জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়।


জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে ২০ নভেম্বরকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করে আসছে। এদিকে তুরস্ক ১৯২০ সালে ২৩ এপ্রিলকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে, যা বিশ্বের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃত শিশু দিবস।


অনেক দেশে ১৭ মার্চ উদ্‌যাপন করা হয় বিশ্ব শিশু দিবস। তবে বাংলাদেশ প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার উদ্‌যাপন করে বিশ্ব শিশু দিবস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com