সবাই আন্তরিক হলে ঐকমত্যে পৌঁছাতে পারব: আলী রীয়াজ
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৪:৫৬
সবাই আন্তরিক হলে ঐকমত্যে পৌঁছাতে পারব: আলী রীয়াজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আমাদের অনেক ত্রুটি-বিচ্যুতি আছে। সবাই আন্তরিক হলে, শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছাতে পারবো বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।


বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এই কথা বলেন।


এসময় স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি।


তিনি বলেন, কিছু জায়গায় এখনও একমত হতে পারছি না, যেগুলো একমত হওয়া যায়নি সেগুলোই প্রধান বিষয়। তাই এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমাদের অনেক ত্রুটি-বিচ্যুতি আছে, সবাই আন্তরিক হলে, শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছাতে পারবো।


তিনি জানান, তৃতীয় দিনের বৈঠকে পূর্বের অসমাপ্ত আলোচনা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের মতামত নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com