
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমতি দেওয়ার পর প্রথমে স্থগিত, পরে বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ কর্তৃপক্ষ। আজ শনিবার অনুষদের এক সভায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে দেওয়া সেই অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, অনুমতির আবেদনপত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি এবং তাদের অতীত কর্মকাণ্ড বিভিন্ন সুযোগ-সুবিধাপ্রাপ্ত ও বিতর্কিত হওয়ায় শরৎ উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শরৎ উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজন তত্ত্বাবধানে থাকবে চারুকলা অনুষদ এবং সহযোগিতায় সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসু। এই বিষয়টি আজ (গতকাল) সভায় সিদ্ধান্ত হয়েছে।
চারুকলার সভায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি আয়োজন বাতিল প্রসঙ্গে বলেন, চারুকলা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমরা তথ্য গোপন করেছি। অথচ আবেদনপত্রে উল্লিখিত সব তথ্যের সবই আমরা দিয়েছিলাম। সেই অনুযায়ীই আমাদের ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল। শুক্রবার স্থগিত ও আজ (শনিবার) হঠাৎ করে বাতিলের কারণ বুঝতে পারছি না।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]