
রাজধানীর গেন্ডারিয়াতেও ‘শরৎ উৎসব’ করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার খেলার মাঠে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এই অনুষ্ঠান করতে চেয়েছিল। তবে পুলিশের বাধায় তারা শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারেনি।
মূল অনুষ্ঠানটি করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। কিন্তু চারুকলা অনুষদ কর্তৃপক্ষ এই অনুষ্ঠান ‘স্থগিত’ করে।
পরে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়ায় অনুষ্ঠানটি করার পরিকল্পনা করে। কিন্তু সেখানে তারা অনুষ্ঠান করতে পারেনি।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বলেন, আজ সকাল ৭টা থেকে চারুকলার বকুলতলায় অনুষ্ঠানটি করার পরিকল্পনা ছিল। এ জন্য তাঁরা চারুকলা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের বলা হয়, অনুষ্ঠানটি করার মাধ্যমে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এসেছে। অনুষ্ঠান ঘিরে হাঙ্গামার আশঙ্কা করা হচ্ছে। এখানে অনুষ্ঠান করা যাবে না। পরে তাঁরা গেন্ডারিয়ায় অনুষ্ঠানটি করার পরিকল্পনা নেন।
মানজার চৌধুরী আরও বলেন, গেন্ডারিয়ায় আজ সকাল ৯টার দিকে তাঁরা যখন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছিলেন, তখন পুলিশ আসে। তারা বলে, অভিযোগ আছে, এখানে কার্যক্রম নিষিদ্ধ দলের অনুসারী সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে। এ অনুষ্ঠান করা যাবে না। তা ছাড়া অনুষ্ঠান করার জন্য অনুমতি নেওয়া হয়নি। এই পরিস্থিতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী শুধু জাতীয় সংগীত পরিবেশন করে। আর অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করে। এরপর তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার খেলার মাঠে শরৎ উৎসবের আয়োজন করা হয়েছিল। আয়োজকেরা অনুষ্ঠানস্থল কর্তৃপক্ষের কোনো অনুমতি নেয়নি। তা ছাড়া তারা অনুষ্ঠান করার জন্য পুলিশেরও অনুমতি নেয়নি। সে কারণে আয়োজকদের এখানে অনুষ্ঠান না করতে বলা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]