সোনার দাম আকাশছোঁয়া। তাই গয়না বললে এখন ‘গিল্টি করা সোনা’র কথাই প্রথম মাথায় আসে। অবশ্য সোনার তুলনায় কম দাম রুপোর।
ইদানীং সেই গয়নার চাহিদাও পাল্লা দিয়ে বেড়েছে। দেখতে সুন্দর, নকশাও অভিনব।
কিন্তু প্রশ্ন থেকে যায় সেই ধাতুর মান নিয়ে। পছন্দ হলেও কেনার আগে দশবার ভাবেন। রুপোর গয়নার ক্ষেত্রে তা আসল কি না বোঝার উপায় কী?
১) হলমার্ক দেখে কিনুন:
অনেকেই হয়তো জানেন না, রুপো কতখানি খাঁটি তা চেনার জন্যেও হলমার্ক দেওয়া হয়। নামকরা সংস্থা থেকে কিনলে, সেই গয়নার গায়ে হলমার্ক স্ট্যাম্প থাকবেই। রুপোর ক্ষেত্রে সাধারণত ৯২৫ সংখ্যা দেখে তবেই কিনতে বলা হয়। সঙ্গে যে দোকান থেকে কিনছেন, সেখানকার নিজস্ব কিছু সংকেত চিহ্নও দেওয়া থাকে। সেই স্ট্যাম্প সবসময়ে খালি চোখে দেখা যায় না। আতশ কাচের সাহায্যে দেখতে হয়।
২) চুম্বক দিয়ে পরীক্ষা করে দেখুন:
আসল রুপো কোনও দিন চুম্বককে আকর্ষণ করে না। কিন্তু ওই ধাতুর মধ্যে যদি কোনও রকম অশুদ্ধি মেশানো থাকে, সে ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তাই রুপোর গয়নায় চুম্বক ছুঁইয়ে দেখা যেতেই পারে।
৩) কাপড় দিয়ে মুছে দেখুন:
রুপোর গয়না আসল কি না, তা বুঝতে হলে পরিষ্কার, শুকনো, সুতির কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে দেখুন। যদি কাপড়ের গায়ে কালচে দাগ লেগে থাকে, তা হলে বুঝতে হবে সেই ধাতুটি আসল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]