
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বিচারিক আদালতে আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.জাহিদুল হক শুনানি শেষে এই আদেশ দেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক আদালত মামলার নথি রিসিভ করেছেন। মামলায় কারাগারে থাকা ২৩ আসামির মধ্যে ২২ জন আদালতে উপস্থিত ছিলেন।
নিরাপত্তা ও সার্বিক দিক বিবেচনা করে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। আগামী ১৯ জানুয়ারি আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করা হবে। এই মামলায় এখনো ১৬ আসামি পলাতক রয়েছেন।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]