
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার পাঁচজন এবং অন্যান্য ঘটনায় ৫৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাৎ হোসাইন এ তথ্য জানান।
এ এইচ এম শাহাদাৎ হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৮৮ জন। মোট এক হাজার ৫৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
এর আগে রবিবার (৩ আগস্ট) বিশেষ অভিযানে গ্রেফতারের সংখ্যা ছিল ১৩৫৩ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]