ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাস: ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬
ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাস: ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতে পলাতক আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার যে কথা ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে বলা হয়েছে, সেটা ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


১৪ ডিসেম্বর, রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। তবে এতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবের কথা বলা হয়নি।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ সালে এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।”


ঢাকায় প্রণয় ভার্মাকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, আমরা সবসময় পুনর্ব্যক্ত করেছি যে, বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


প্রেস নোটে আরও বলা হয়, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধু জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করতে দেয়নি।


এদিকে, ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার সুযোগ দেওয়ার অভিযোগ এনে রোববার সকালে ঢাকায় প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।


ভারতীয় হাইকমিশনার মন্ত্রণালয়ে এলে তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া অব্যাহত রাখার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা দিল্লির কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়। এছাড়া, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com