
রাজধানীর মিরপুর পল্লবীতে পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভবন থেকে এক ব্যক্তির (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পল্লবী থানার এসআই তোহাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে রাত ১১ টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ। নিহত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন রয়েছে। মাথাটি উপর হওয়া অবস্থায় রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]