২০% বিশেষ ভাতার দাবিতে
সচিবালয়ে উত্তেজনা: দপ্তরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪
সচিবালয়ে উত্তেজনা: দপ্তরে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সচিবালয়ের সব মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের জন্য ২০ শতাংশ অতিরিক্ত ভাতা দেওয়ার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরে অবরুদ্ধ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে এই অবরোধ ও বিক্ষোভ শুরু হয়।


সচিবালয়ের প্রশাসনিক কেন্দ্রে কর্মরত সকল কর্মীর জন্য এই ২০ শতাংশ অতিরিক্ত ভাতার দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। বিক্ষোভরত কর্মকর্তা ও কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে জড়ো হন এবং ভেতরে প্রবেশ ও বাইরে যাওয়ার পথ আটকে দেন। এসময় তাদের দাবি আদায়ের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।


অর্থ উপদেষ্টার দপ্তরে ঢোকা বা বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ায় কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।


বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।


আন্দোলনের কারণ ব্যাখ্যা করে একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন, 'সচিবালয়ে কর্মরত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে এই আন্দোলন চলছে। উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ধরনের ভাতা পেলেও আমরা তা থেকে বঞ্চিত।'


আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com