
রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১।
ভলকানো ডিসকভারির তথ্য মতে,বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে স্থানীয় সময় সকাল ৬.১৪ মিনিটে (GMT +৬) ঢাকা থেকে ৪২ কিলোমিটার (২৬ মাইল) দূরে একটি মাঝারি মাত্রার ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার (১৯ মাইল) এবং এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছিল। ভূমিকম্পের অগভীর গভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে কেন্দ্রস্থলের কাছে এটি বেশি তীব্রভাবে অনুভূত হয়েছিল।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]