ভালোবাসার তালায় লেখা ‘পরী-শাওন’
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:১৮
ভালোবাসার তালায় লেখা ‘পরী-শাওন’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি সবসময় রঙিন মুডে থাকেন। কোনো কিছু তোয়াক্কা না করে নিজের মতো করেই জীবনটাকে উদযাপন করেন অভিনেত্রী। দেশ-বিদেশ ঘুরে দারুণ অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করেন তিনি। এবার দেখা গেল অবাক করা কাণ্ড।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা যায়, এক যুবকের হাত ধরে ঘুরছেন নায়িকা। যদিও সেই যুবক বিনোদন অঙ্গনের কেউ কি না, তা স্পষ্ট নয়, তবে ভিডিও দেখে অনুমান করা যায়, তার নাম ‘শাওন’!


ভিডিওর শুরুতে দেখা যায়, ছেলেটির হাত ধরে পরীমণি একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর সুন্দর একটি কাঠের সেতুতে হাঁটছেন। হাঁটতে হাঁটতে পরীমণি কিছুটা মজার ছলেই কথা বলছেন, যা থেকে তাদের সম্পর্কের রসায়ন বোঝা যায়।


যেমন পরীমণিকে বলতে শোনায়, ‘আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের এক যুগের বেশি। এর মধ্যে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা করো, এই প্রথম ট্যুর আমাদের বিদেশ ট্যুর একসাথে, না? এবার আমি ঝগড়া করবোই!’


এই খুনসুটির মাঝেই দেখা যায়, ছেলেটির হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার বন্ধনকে প্রতীকীভাবে চিরস্থায়ী করতে অনেক প্রেমিক যুগল এই ধরনের তালা বিশেষ স্থানে ঝুলিয়ে দেন।


এই তালায় সাদা রঙে লেখা দুটি নাম- ‘পরী’ এবং ‘শাওন’। নাম দেখে নিশ্চিত হওয়া যায়, এই ছেলেটিই হলেন ‘শাওন’। এরপর দুজন মিলে হাসি মুখে সেই লাভ লকটি অসংখ্য তালায় সাজানো একটি কাঠামোতে ঝুলিয়ে দেন। মনে করা হচ্ছে, নিজেদের ভালোবাসার বন্ধনকে আনুষ্ঠানিকভাবে আটকে দিলেন তারা।


ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আমি কোনো ঝগড়া করি নাই ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com