
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাওয়া যাবে না বলে জানিয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
নতুন পে স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ট্যাক্স ব্যবস্থার সংস্কার নিয়ে কিছু অর্থনীতিবিদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি কাজ করছে। তারা কিছু প্রস্তাবনা দেবে।
পে কমিশন নিয়েও আলোচনা হয়েছে, তবে বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা প্রক্রিয়াটি শুরু করেছি, তবে বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সরকারের ওপরই বর্তাবে।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণচুক্তি প্রসঙ্গে তিনি জানান, “৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাওয়া যাবে না।
পরবর্তী রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই আইএমএফ তাদের কার্যক্রম ও পরিকল্পনা পর্যালোচনা করে কিস্তি ছাড় করবে। আমরা প্রয়োজনীয় সব তথ্য ও প্রস্তাব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করব।”
দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, “মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তবে বাসাভাড়া ও পরিবহন খরচ বেড়েছে।
বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা চলছে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি এখন স্থিতিশীল, চালের দামও নিয়ন্ত্রণে আছে।”
তিনি আরও জানান, কৃষি খাতের চাহিদা মেটাতে সার ও অপরিশোধিত তেল আমদানি প্রক্রিয়া চলছে।
সরকারি ক্রয় কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার এবং ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]