
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে ১৩ জন সদস্য আনসার সদস্য থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।
নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য।
এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন করে আনসার নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অবৈধ অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে এবং প্রতিনিয়ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে যা অব্যাহত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]