সাগরে শক্তি বাড়াচ্ছে ‘মোন্থা’, সন্ধ্যায় আঘাত হানতে পারে ভারতে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:২১
সাগরে শক্তি বাড়াচ্ছে ‘মোন্থা’, সন্ধ্যায় আঘাত হানতে পারে ভারতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোন্থা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।


আবহাওয়া বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, যা বুধবারও অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড়ের সময় ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে।


অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু এবং ওড়িশা প্রদেশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনটি রাজ্যে শুক্রবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলের পর যেকোনো সময়ে ‘মোন্থা’ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া এলাকায় তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। সেই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।


ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মোন্থার সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com