
কারও ওপরই এখন মানুষের আস্থা নেই, নির্বাচন কমিশনের প্রথম কাজ আস্থা পুনরুদ্ধার বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আস্থার সংকট বাংলাদেশের জাতীয় সংকট। কেউই আস্থাতে নেই। ইসির প্রথম কাজ আস্থার পুনরুদ্ধার। ভালো নির্বাচনে জন্য গণমাধ্যম ও নিবার্চন কমিশনের পরস্পরকে সহযোগিতা করতে হবে।
নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় ইসি রহমানেল মাছউদ বলেন, সাংবাদিকদের মতামত নিয়ে কমিশনে বসে আলোচনা করা হবে। সুষ্ঠু ভোটের জন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। ইসি চেষ্টা করবে সুষ্ঠু ভোট আয়োজনের।
ইসি তাহমিদা আহমদ বলেন, সাংবাদিকদের সবাই ভয় পায়। সাংবাদিকদের উপস্থাপনের পদ্ধতির জন্যই তাদের সকলে ভয় পায়। এটি কাটিয়ে উঠতে হবে।
এ সময় সাংবাদিকেররা বলেন, প্রিজাইডিং কর্মর্কতার অনুমতি সাপেক্ষে ভোটকেন্দ্রে ঢোকার বিষয়টি পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করবে। নিবার্চন কাভারে গণমাধ্যম নীতিমালার কারণে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রন্ত হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]