
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রোববার সকাল থেকে বৃষ্টি হয়েছে। এর মধ্যে শরতের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, সবশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি গুরুত্ব হারিয়েছে। এখন যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটির প্রভাবও তেমনি হতে পারে। গেল কয়েক দিনের মতো থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। ২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]