
চলতি মাসের ৩১ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে যাদের জন্ম ২০০৭ সালের জানুয়ারি বা তার আগে, এমন নিবন্ধিত ভোটারের তালিকা ১০ আগস্ট প্রকাশ করবে কমিশন। আজ (সোমবার, ৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ায় অযোগ্য ব্যক্তির নাম কর্তন; ভোটার স্থানান্তর এবং এতে কোনো প্রকার অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করতে আবেদন দাখিলের শেষদিন ২১ আগস্ট পর্যন্ত রেখেছে কমিশন।
আরও জানানো হয়, পরবর্তীতে মাসের শেষ নাগাদ সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে, নিয়মানুযায়ী নির্বাচন কমিশন থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ শেষে তালিকা প্রস্তুত করা হয়।
সবশেষ চলতি বছরের মার্চের শুরুতে ‘ভোটার দিবসে’ ১২ কোটি ৩৭ লাখের বেশি ভোটারের কথা জানিয়েছিল কমিশন। সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বাড়বে বলে জানিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]