
সাভার ও আশুলিয়ায় শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও গতবছরের চেয়ে দাম এখনও তুলনামূলকভাবে বেশী। অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে। সবজি কিনতে গিয়ে ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। তবে প্রশাসনের সুদৃষ্টি থাকলে ক্রয় ক্ষমতা হাতের নাগালে চলে আসবে বলে জানান ক্রেতারা।
সাভারের গেন্ডা কাঁচাবাজার ও আশুলিয়ার বাইপাইল, জামগড়া, ইউনিকসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে গত বছরের তুলনায় এ বছরের শীতকালীন সবজি বৃদ্ধি পেয়েছে। যদিও বাজার এখন শীতের বিভিন্ন সবজিতে পরিপূর্ণ তবে ক্রেতারা দামে সন্তুষ্ট নন। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমলেও পেঁয়াজের ঝাঁঝ আকাশচুম্বী। নতুন পেঁয়াজ ১১০ টাকায় ও পুরান পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ভালো মানের বেগুনের দাম কেজিতে ৬০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা। নতুন শিমের দাম কেজিতে ১০০ টাকা বা তারও বেশি। কোথাও ভালো শিম ৭০ থেকে ৮ ০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্যান্য বছর এ সময় শিম ৫০ টাকা, কপি ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যেত। নতুন আলু সবসময় একটু বেশি দামে বিক্রি হয়। এবারও ব্যতিক্রম নয়-কেজিতে ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। মুলা ৩০টাকা, দেশি শসা ৬০টাকা, ঢ্যাঁড়স ৮০ ও পটোলের দাম কেজিতে ৫০ টাকা। নতুন মিষ্টিকুমড়া প্রতিটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কেউ কেউ কেজিতে ৫০ টাকা বিক্রি করছেন শালগম ৪০ টাকায়, কাঁচা মরিচ কেজিতে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজকলি ৮০ টাকায় তবে গত বছরে বিক্রি হয়েছে ৬০ টাকায়। এদিকে শাকের দাম কিছুটা কম রয়েছে। যদিও ক্রেতাদের দাবি, মুঠিতে আগে যে পরিমাণ শাক পাওয়া যেত তা পরিমাণে কমে গেছে। ফলে দামও কিছুটা কম।
একদিকে সার-কীটনাশকের দাম বেশী অন্যদিকে অসহনীয় বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হওয়ায় এবারে সবজির দাম একটু বেশী ,তবে সপ্তাহ খানেক পরে দাম আরও কমবে বলে জানান বিক্রেতারা। তবে দাম কেউ বেশী নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মাছ-মাংস কিনে খাওয়া অনেকের সাধ্যের বাইরে। তবে তরিতরকারির বাজার মূল্য সহনীয় পর্যায়ে আসলে এ অঞ্চলের পোশাক শ্রমিক সহ সাধারণ মানুষ দু মুঠো ডাল-ভাত খেয়ে থাকতে পারবে এবং তাদের মাঝে এক প্রকার স্বস্তি ফিরবে আশা সচেতন মহলের।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]