কাবিলার দুই প্রেমিকা কোথায়, পাকিস্তানি উপস্থাপিকাকে জানাল পলাশ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫
কাবিলার দুই প্রেমিকা কোথায়, পাকিস্তানি উপস্থাপিকাকে জানাল পলাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর মানুষের কাছে একজন প্রাণের মানুষ অভিনেতা জিয়াউল হক পলাশ। তবে কাবিলা নামে বেশ পরিচিত তিনি। নোয়াখালীতেই জন্ম এই অভিনেতা আলোচিত ব্যাচেলর পয়েন্ট সিরিজে আঞ্চলিক ভাষায় নিজের অঞ্চলকে উপস্থাপন করে দেশজুড়ে ব্যাপক বিনোদন দিয়েছেন, গর্বিত করেছেন নিজের জেলার মানুষদেরও।


এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী। ফ্র্যাঞ্চাইজিটির নাম নোয়াখালী এক্সপ্রেস। এই দলটির অ্যাম্বাসেডর হয়েছেন এই অভিনেতা।


সেই সুবাদেই বিপিএলের মাঠে এখন নিয়মিতই দেখা যাচ্ছে এই অভিনেতাকে। উল্লেখ্য, এবারের বিপিএল-এর ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশি তারকাদের পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপকদেরও।


এবারের টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গন ও তারকাঅঙ্গনকেও দেখা যাচ্ছে একই সুতোয়। যার বিভিন্ন মুহূর্ত; ছবি ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায়, নোয়াখালী ম্যাচের সময় মাঠে ব্যাচেলর পয়েন্ট অভিনেতা জিয়াউল হক পলাশকে মাঠে ডেকে আনেন পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস। পলাশকে নোয়াখালী এক্সপ্রেসের বিষয়ে নানা প্রশ্ন করেন। সেসবের উত্তর দেন সাবলীলভাবে।


কিন্তু উপস্থাপক জয়নব আব্বাস রোকেয়াকে নিয়ে একটি প্রশ্ন করেন পলাশকে, যা শুনে রীতিমতো চমকে যান এই অভিনেতা। বিস্ময়ের সঙ্গে জবাবে পলাশ বলেন,‘ওহ মাই গড তুমি রোকেয়াকে চেনো?’ জয়নব আব্বাস বললেন, ‘হ্যাঁ আমি জানি।’


পলাশ বললেন, ‘ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি সিলেটে আছি। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখতেছি।’


উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের এক রহস্যময়হ চরিত্র হচ্ছে রোকেয়া, যিনি কাবিলার গার্লফ্রেন্ড। রোকেয়া চরিত্রের বিশেষত্ব হচ্ছে, তাকে কখনও প্রকাশ্যে দেখা যায়নি। এদিকে ইভা হচ্ছেন কাবিলা ও তার বন্ধুদের ক্রাশ; যিনি একজন নাচের শিক্ষিকা; যেখানে অভিনেত্রী পারসা ইভানা এই চরিত্রে কাজ করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com