
বলিউড কিং শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’–এর সেট থেকে তার নতুন একটি লুক ফাঁস হয়েছে। ছবিটিতে নায়ককে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন; যেই দৃশ্য ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ‘ডন’ সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।
ছবিটির পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক ফাঁস হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে এবং ট্যাটুতে দেখা যায়, যা দর্শকদের নজর কেড়েছে।
শুরুতে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ শুরু হলেও পরে এর পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের সফল সিনেমা ‘পাঠান’-এর পরিচালক। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সুহানাকে একজন শিষ্যের ভূমিকায় দেখা যাবে, যাকে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করা শাহরুখ প্রশিক্ষণ দিচ্ছেন।
ছবিতে শাহরুখ-সুহানার পাশাপাশি রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা–সহ একঝাঁক তারকা রয়েছেন। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]