
কলকাতায় অনুষ্ঠিত হলো টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সিনেমা ‘রক্তবীজ ২’–এর প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার খলনায়ক ‘মুনির আলম’ চরিত্রে কাজ করা অঙ্কুশ নিজেই। আর তাকে ঘিরে উন্মত্ত হয়ে পড়েন নারী ভক্তরা; ঘটে হতাহতের ঘটনাও।
শুক্রবার এই সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এদিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহে হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের অনেক তারকা। দর্শক ও ভক্তদের ভিড় সামলাতে আয়োজনের শুরু থেকেই টানটান উত্তেজনা দেখা যায়।
এমন সময়ে হাজির হন অঙ্কুশ। আর তাকে দেখেই বেশ কয়েকজন নারী ভক্ত ঝাঁপিয়ে পড়েন। এই হুড়োহুড়ির মধ্যে আহত হন কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। ডান হাতের কব্জির ওপরে হাত বোলাতে বোলাতে বললেন, ‘মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছেন। মাঝখান থেকে আমার হাত জখম! কব্জির হাড় ফুলে গেছে।’
খলনায়ককে দেখে মেয়েরা উন্মত্ত? প্রশ্ন করতেই হাসলেন অঙ্কুশ। বললেন, ‘নন্দিতা-শিবুদার ছবির এটাই ম্যাজিক।’
প্রদর্শনীতে উপস্থিত প্রসেনজিৎ জানান, বাংলা সিনেমার সবার জন্যই তিনি শুভকামনা করেন। মিমি চক্রবর্তী বাবাকে নিয়ে আসেন, আর নুসরাত জাহান জনপ্রিয় গান অর্ডার ছাড়া বর্ডার পাস–এর সাফল্যের খবরে সবাইকে শুভেচ্ছা জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]