সন্তানের বাবা হবই : সালমান খান
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯
সন্তানের বাবা হবই : সালমান খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের চিরকুমার বলা হয় সালমান খানকে। কারণ, ৫৯ বছর বয়সী এই তারকা এখনও ইন্ডাস্ট্রিজের আলোচিত অবিবাহিতদের একজন। সম্প্রতি এক টেলিভিশন শোতে এসে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এই নায়ক; যা তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ নামের একটি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে বিয়ে না করেই বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন নায়ক। শুধু তাই নয়, সেখানে তিনি তার দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পেছনের কারণগুলো নিয়েও কথা বলেন।


শোতে সালমান বলেন, ‘যখন সম্পর্কে থাকা দুজন মানুষের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায়, তখন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।’ নায়ক এও মনে করেন, দুজনেরই উচিত একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া। কেউ যেন কারো ওপর নির্ভরশীল না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।


সম্পর্কের ভাঙনের জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। সালমান বলেন, ‘যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয়, তো না হবে। এর জন্য যদি কাউকে দোষ দিতে হয়, তাহলে আমাকেই দোষ দেওয়া হোক।’


এই শোয়েই নিজের বাবা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন এই বলিউড সুপারস্টার। সালমান বলেন, ‘এক থা টাইগার ছবির সময়ে সত্যিই মনে হয়েছিল, আমার যদি একটা সন্তান থাকত। তবে সন্তান নিতে আমি ইচ্ছুক। কোনো একদিন নিশ্চয়ই বাবা হব, সেটা যেকোনো সময় হতে পারে; তাড়াতাড়িও হতে পারে আবার পরেও হতে পারে। তবে এটা ঠিক যে সন্তানের বাবা হবই। দেখা যাক।’


উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল; যদিও কোনো সম্পর্কই পরিণতি পায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com