
দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। এবার ঈঙ্গিত দিলেন দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানছেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন।
সংগীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্যাপন বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিনি। সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’
এখানে শেষ না, তিনি যোগ করেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।’ এই ঘোষণার পর অনেকে খোঁজাখুঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্টটি পাওয়া যায়নি। তবে তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না।
২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসান সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।
২০১২ সালে তাহসান গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামে নতুন একটি ব্যান্ড। ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে। ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’ , ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’ গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]